প্রান্তিক সংবাদ ডেস্ক: গত ২৭ জুলাই শনিবার সকাল ৯ টায় সিপিসি-২, র্যাব-১০, কেরাণীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন এর নেতৃত্বে একটি চৌকস দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে ভারতীয় পণ্য আমদানি চক্রের ৫ সদস্যকে আটক করেন।
আটককৃত আসামিদের নাম শ্রী শংকর দে (৩৮), পিতা- সত্যগোপাল দে, সাং- নতুনপাড়া, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ, মোঃ কয়েজ (৩০), পিতা- মোঃ আছদ্ধর আলী, সাং- ভোগলাপাড়া, থানা-দক্ষিন সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, মোঃ আবুল বাশার (৫১), পিতা- মৃত আব্দুল রশিদ, সাং-উত্তর জমুনদিয়া, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ, শ্রী রিন্টু দেব (৩৪), পিতা- মৃত নিরদ রঞ্জন দেব, সাং- নতুন পাড়া, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ, মোঃ বিল্লাল হোসেন (৩২), পিতা-মৃত হাবিবুল্লাহ, সাং-দেউলা, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা বলে জানা যায়।
এসময় তাদের নিকট হতে ডেলিভারী কাভার্ড ভ্যান ১টি, ৫ টি মোবাইল ফোন, হরলিক্স এর কৌটা ২,৮৬৯ টি, । নবোরত্ম আয়ুর্বেদীক ও ডাবুর আমলা তেল ৬,০৯৬ বোতল, জনসন বেবী লোশন ২,৪৭২ পিস, ইমানি তেল ৫২৮ বোতল, হেয়ার জেল ১৩৩০ পিস, জনসন বেবী সোপ ৪৮০ পিস, পলো মিন্ট- ৪৩২ প্যাকেট, স্যান্ডউইচ বিস্কুট ১২০ প্যাকেট, জনসন মিল্ক এবং রাইস ক্রিম ৩৮৩০ পিস, সানসিল্ক শ্যাম্পু ১৮০ বোতল জব্দ করা হয়। আসামীদেরকে জব্দকৃত পণ্যগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো সন্তোষজনক জবাব দিতে পারে নাই এবং কোনো প্রকার বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই।